বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল

প্রথম পাতা » চট্টগ্রাম » জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই : রেজাউল

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জনগণ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী জাতীয় নির্বাচনে যোগ্য প্রতিনিধি সংসদে যেতে পারলে জনআকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই বিপ্লবের ফসল ঘরে তুলতে জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। এক্ষেত্রে জামায়াতের দায়িত্বশীলদের সুপরিকল্পিতভাবে ময়দানে তৎপর হতে হবে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, জনগণের নানামুখী সমস্যা সামাধানে জামায়াতের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। সরকারি দান-অনুদান ন্যায্য বণ্টন নিশ্চিতে সুদৃষ্টি রাখতে হবে।

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, মোস্তফা মোল্লা ও আবু খালেদ সাইফুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৮:৩২:০৩   ১১৯ বার পঠিত