১৭ বছর পর বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল, চলছে ভোটগ্রহণ

প্রথম পাতা » খুলনা » ১৭ বছর পর বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল, চলছে ভোটগ্রহণ
শনিবার, ২৪ মে ২০২৫



১৭ বছর পর বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল, চলছে ভোটগ্রহণ

১৭ বছর পর বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পৌর এলাকায় বইছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও সংগঠনের প্রতি এক ধরনের নবউদ্দীপনা।

কাউন্সিলের প্রথম পর্বে শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। সভা শেষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

দলীয় সূত্রে জানা গেছে, কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হচ্ছে। এসব পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর বিএনপির ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৩৯ জন।

দীর্ঘদিন ধরে পৌর বিএনপির কমিটি গঠনের বিষয়টি ঝুলে থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। তবে কেন্দ্রীয় বিএনপির দল পুনর্গঠনের আহ্বানে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়।

কাউন্সিল পরিচালনার দায়িত্বে রয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এমএ সালাম, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ অহিদুজ্জামান দিপু, কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান, ডা. হাবিবুর রহমান সিদ্দিকী, ওয়াহিদুজ্জামান পল্টু প্রমুখ।

বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে দলকে সুসংগঠিত করার যে উদ্যোগ নেয়া হয়, এই কাউন্সিল তারই অংশ।

ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর তারা এভাবে একত্রিত হয়ে কাউন্সিল করার সুযোগ পেলেন। অতীতে একাধিকবার একত্রিত হওয়ার চেষ্টা করলে সরকারি প্রশাসনের হয়রানির মুখে পড়তে হয়েছে। তবে এখন পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় তারা নির্ভয়ে প্রার্থীদের জন্য প্রচারে অংশ নিচ্ছেন এবং উৎসবের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন।

কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা আগামী দিনে বাগেরহাট পৌর বিএনপির হাল কার হাতে যাচ্ছে। ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে এবং নেতাকর্মীরা বিজয়ী নেতাকে বরণ করে নেবেন।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৬   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


১৭ বছর পর বাগেরহাট পৌর বিএনপির কাউন্সিল, চলছে ভোটগ্রহণ
রাজনৈতিকভাবে বিভাজিত হয়েন না, সাংবাদিকদের প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ
নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও হবে জাতির জন্য দুভার্গ্য : সালাহউদ্দিন
পুশব্যাক নয়, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে অবৈধ ভারতীয়দের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ
বাগেরহাটে নবনির্মিত আধুনিক পর্যটন মোটেলের উদ্বোধন
চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, গুরুত্বপূর্ণ নথি জব্দ
সাতক্ষীরায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে: বিচারপতি মাহমুদুল হক
সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ