কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস
শুক্রবার, ৩০ মে ২০২৫



কোনো মার্কা বা দলের পূজারি হওয়া যাবে না: সারজিস

এলাকার ক্ষমতাশীল বা কোনো মার্কা ও কোনো একটি দলের পূজারি না হয়ে যারা এলাকার কাজ করবেন, পাশে থাকবেন, আগামীতে তাদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথা মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘উত্তরাঞ্চল সারা দেশের থেকে অবহেলিত। বিগত যারা ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি। কিন্তু উন্নয়নের জোয়ারের কথা শুনিয়েছেন। যেটুকু উন্নয়নের কাজ চলমান আছে, দীর্ঘদিন থেকে কাজ চললেও তারাও সুফল পাচ্ছে না মানুষ। এলাকার সব সমস্যাগুলো আগে খুঁজে বের করতে হবে তাহলেই সমাধানের রাস্তা পাওয়া যাবে। এনসিপির পথসভা শুধু পক্ষে ভোট চাওয়া নয়। মানুষকে সঠিক পথে আনতে বোঝাতে ও সব দিক সংস্কার করতে কাজ করছি। জনগণের মতামত নিতে প্রত্যক এলাকায় পথসভা করছি।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলন যেমন কোনো রাজনৈতিক দল দিয়ে হয়নি। সর্বস্তরের ছাত্র জনতার অংশগ্রহণে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছিল। তেমনি এদেশের উন্নয়নে কোনো দল মার্কা না দেখে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন দলীয় লেজুড়বৃত্তি করতে গিয়ে আজ ইমেজ সংকটে পড়েছে।’

এরপর গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করেন সারজিস আলম।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম মুখ্য সংগঠক, এ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমানসহ জেলার নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৬   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিসির নতুন মিশন: গ্রামেও হবে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’
রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না - আইন উপদেষ্টা
গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র প্রতিনিধিকে সরাতে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম
গাজীপুরে বাড়ছে নির্বাচনী আসন, কমছে বাগেরহাটে: ইসি আনোয়ারুল
বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করেছেন জামায়াত আমির
আইএমও নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা
কোটা আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রয়েছে হতদরিদ্রদের আত্মত্যাগ : ফারুক ই আজম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ