সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
শুক্রবার, ৩০ মে ২০২৫



সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল শুধরে নিজেদের মাঝে আরও বোঝাপড়া বাড়ানোর পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। দুই একটা সিরিজের পারফরম্যান্স দেখেই অধিনায়ক লিটনকে বাদ দেওয়ার পক্ষে নন তিনি। সবাই সেরাটা দিতে পারলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান তিনি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার (৩০ মে) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

আরব আমিরাতের দুঃসহ স্মৃতি ফিরে এসেছে লাহোরেও। প্রথম ম্যাচে ৩৭ রানে হোঁচট খেয়েছে লিটন দাসের দল। ব্যাটে-বলে ছন্নছাড়া টাইগাররা। অধিনায়ক লিটন ও জাকের ছাড়া কারও ব্যাটই হাসেনি।

পিএসএলে খেলা রিশাদ, শরিফুল, হাসান মাহমুদ, মেহেদী হাসান পাকিস্তানের ব্যাটারদের সামনে নিজেদের শুধু খুঁজে ফিরেছেন। অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের কাছে সিরিজ হারানোর পর আরও একটা টি-টোয়েন্টি সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় লিটনের দল। হাসান আলীদের বিপক্ষে জিততে চাইলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।আগের ম্যাচের ভুল শুধরে সবাইকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার তাগিদ তার।

হাবিবুল বাশার বলেন, ‘দল হিসেবে আমার কেন জানি মনে হচ্ছে, আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। এ দলটা নিয়েই কিন্তু আমরা অনেক বড় দলের বিপক্ষে জিতেছি, সাম্প্রতিক সময়ে। এখন সহযোগী দলের বিপক্ষেও ওতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। আত্মবিশ্বাসের অভাব খুব বেশি প্রকট মনে হচ্ছে। আমরা আমাদের যে পারফরম্যান্স সেটা করতে পারছি না।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেকে নেতৃত্বের গুরুদায়িত্ব দেয়া হয়েছে লিটনকে। দুই-একটা সিরিজের ভরাডুবি দেখে এখনি অধিনায়ক পরিবর্তনের পক্ষে নন বাশার। বরং তাকে আরও সময় দিতে চান তিনি।

বাশার বলেন, ‘যে অধিনায়ক আসবে, তাকে যদি আমরা একটা-দুইটা সিরিজ দিয়ে বিচার করে ফেলি, তাহলে অধিনায়কের জন্য সমস্যা এবং দলের জন্যেও সমস্যা। যেহেতু লিটনকে দিয়ে বাংলাদেশ শুরু করেছে, আমার মনে হয় তার কিছু সময় দরকার। (অধিনায়ক পরিবর্তনের) এ আলোচনাটা হয়তো ৬ মাস পরে কিংবা এক বছর পরে করতে পারি। কিন্তু এ মুহূর্তে তাকে স্পেস এবং সমর্থন দেওয়া উচিত।’

সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ। এরমধ্যে ১৬টি ম্যাচ জিতেছে মেন ইন গ্রিন। বাংলাদেশের জয় আছে ৩ ম্যাচে। তবে পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি জিততে পারেনি লাল সবুজরা।

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৪   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল
সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ