বিমানবন্দরে রেগে আগুন পাকিস্তানি অভিনেত্রী, ভিডিও ভাইরাল!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিমানবন্দরে রেগে আগুন পাকিস্তানি অভিনেত্রী, ভিডিও ভাইরাল!
শুক্রবার, ৩০ মে ২০২৫



বিমানবন্দরে রেগে আগুন পাকিস্তানি অভিনেত্রী, ভিডিও ভাইরাল!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হিনা বায়াত। ভিডিও বার্তায় তিনি পাকিস্তানের করাচি বিমানবন্দরে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব থাকায় দুর্বল প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) হিনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন।

ভিডিওতে তিনি বলেন,

আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটি পাকিস্তানের করাচির একটি সুপরিচিত বিমানবন্দর। এখানের সুব্যবস্থাপনার কথা অনেক শুনেছি। কিন্তু আজ আমি নিজের চোখে দুর্বল ব্যবস্থাপনা দেখে অনেক হতাশ হয়েছি। কারণ আমি ছাড়াও বিমানবন্দরের অসংখ্য যাত্রী রয়েছেন যাদের কাউকেই ফ্লাইট পিছিয়ে দেয়া বিষয়ে অবগত করা হয়নি।

হিনা আরও বলেন,

বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর যাত্রীরা জানছেন এখানকার ১টার ফ্লাইট পিছিয়ে ৭টা করা হয়েছে। যাত্রীদের সঙ্গে তাদের পরিবার রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরা ভুল করার পরও তাদের ভুল স্বীকার করছে না। এটা আমি আশা করিনি।

এরপর দেশটির জাতীয় বিমানবন্দরের টয়লেটে পানি না থাকার অভিযোগ করেন অভিনেত্রী। বলেন,

নামাজ পড়ার জন্য অথবা বাচ্চাদের জন্য টয়লেটে যাচ্ছেন অনেকেই কিন্তু সেখানে পানি নেই। ইওম-এ-তাকবীর জাতীয় অর্জনের এক আনন্দঘন ছুটির দিনে এমন দুর্ভোগ হতাশাজনক। আমাদের প্রশাসনের এই অবস্থা কীভাবে হয়ে গেল? কেউ এ ভুল মানতে রাজি নন, ঠিক করতেও রাজি নন। বড় বড় নতুন প্রকল্প হচ্ছে, নতুন ট্রেনের কথা চলছে। কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে পানি নেই। এটা সত্যি আফসোসের বিষয়।

হিনা বায়াত পাকিস্তানি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ। টক শো দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পাকিস্তানি সিরিয়ালে নিয়মিত কাজ করে দর্শকপ্রিয় হন। তার উল্লেখযোগ্য টিভি সিরিয়ালের মধ্যে রয়েছে খুদা অর মহব্বত, চুরাইলস, হামসফর, জান নিসার, জিন্দেগি গুলজার হ্যায় ইত্যাদি।

প্রসঙ্গত, ইওম-এ-তাকবীর পাকিস্তানের একটি জাতীয় দিবস। ১৯৯৮ সালের এ দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে। এটি স্মরণ করেই প্রতিবছর পাকিস্তানিরা দিবসটি উদ্‌যাপন করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৮   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, এখন এক-দুটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে
মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত
সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
নির্বাচনি ইশতেহারে বৈদেশিক নীতি স্পষ্ট করতে হবে: দিলারা চৌধুরী
ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন
আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ