শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: মামুন মাহমুদ
শুক্রবার, ৩০ মে ২০২৫



শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী বিতরণ ও গণভোজসহ নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও থানা বিএনপি।

শুক্রবার (৩০ মে) অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “শহীদ জিয়ার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাঁর হাত ধরেই বহু দলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির সূচনা হয়। জিয়া পরিবারই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একমাত্র ভরসাস্থল।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ হচ্ছে একটি চোরের দল। তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, দুঃশাসন ও মানবতা বিরোধী অপরাধে জড়িত। এই দুঃশাসনের বিচার একদিন হবেই।”

এসময় অধ্যাপক মামুন মাহমুদ দাবি করেন, “গত ১৫ বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও সাম্যের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।”

দিবসটি উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পাইনাদি, সানারপাড়, মিজমিজি, রসুলবাগসহ বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পূর্বপাড়া হাই স্কুল অডিটোরিয়ামে এবং ফতুল্লার দেলপাড়া হাই স্কুল মাঠে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:২৬:০৬   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান ডিসির
আইএফটি প্রতিষ্ঠায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে এমওইউ স্বাক্ষর
সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা
দুর্গাপূজা ঘিরে ‘মেলা’ না করার অনুরোধ এসপির
নারায়ণগঞ্জে দুর্গাপূজা: গতবারের চেয়ে বাড়ছে পূজামণ্ডপ
ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ