শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: মামুন মাহমুদ
শুক্রবার, ৩০ মে ২০২৫



শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীনতা অর্জিত হয়েছে: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী বিতরণ ও গণভোজসহ নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা ও থানা বিএনপি।

শুক্রবার (৩০ মে) অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “শহীদ জিয়ার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাঁর হাত ধরেই বহু দলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির সূচনা হয়। জিয়া পরিবারই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একমাত্র ভরসাস্থল।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ হচ্ছে একটি চোরের দল। তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, দুঃশাসন ও মানবতা বিরোধী অপরাধে জড়িত। এই দুঃশাসনের বিচার একদিন হবেই।”

এসময় অধ্যাপক মামুন মাহমুদ দাবি করেন, “গত ১৫ বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, এখনো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও সাম্যের রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।”

দিবসটি উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পাইনাদি, সানারপাড়, মিজমিজি, রসুলবাগসহ বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পূর্বপাড়া হাই স্কুল অডিটোরিয়ামে এবং ফতুল্লার দেলপাড়া হাই স্কুল মাঠে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:২৬:০৬   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট
জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে রেফারি চায় জামায়াতসহ ৮ দল
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার
নির্মাতা মণিরত্নমের চোখে অনন্য এক ঐশ্বরিয়া
জামালপুর-২ বিএনপির টিকিট পেলেন সুলতান মাহমুদ বাবু
বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ