মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে বড় জয় মায়ামির

প্রথম পাতা » খেলাধুলা » মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে বড় জয় মায়ামির
রবিবার, ১ জুন ২০২৫



মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে বড় জয় মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের দিনে বড় জয় পেল ইন্টার মায়ামি। রোববার (১ জুন) কলাম্বাসকে ৫-১ ব্যবধানে হারাল তার দল।

মেসি ছাড়াও এদিন গোলের দেখা পেলেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট।

চেজ স্টেডিয়ামে এদিন পুরোপুরি আধিপত্য করে খেলেছে মায়ামি। ৫১ শতাংশ সময় বল দখলে রেখে ১৪টি শট নেয় তারা। যার ৭টিই ছিল গোলমুখে। বিপরীতে কলম্বাসের নেওয়া ১২ শটের মাত্র ১টি ছিল লক্ষ্য বরাবর।

মেসির কল্যাণে ম্যাচের মাত্র ১৩তম মিনিটেই লিড পায় মায়ামি। মাঝমাঠ থেকে আর্জেন্টাইন তারকার ফ্রি-কিক ক্রস দখলে নিয়ে বক্সে ঢুকে ওয়ান অন ওয়ান পজিশনে কলাম্বাসের গোলরক্ষককে পরাস্ত করেন আয়েন্দে। এরপর জালে বল জড়ানোর দায়িত্বে সরাসরি ভূমিকা রাখেন মেসি নিজেই।

১৫তম মিনিটে কলাম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুল কাজে লাগিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থাকা মেসির কাছে বল দিয়ে বসেন হাগেন। খুব বেশি সময় না নিয়ে জায়গা থেকে দাঁড়িয়েই বাঁ পায়ে কোনাকুনি শট নেন এমএলটেন। দুবার চেষ্টা করেও বল রুখতে পারেননি হাগেন। এর আট মিনিট পর আবারও মেসির ঝলক। সার্জিও বুসকেটসের লম্বা ক্রস রক্ষণ ভেঙে বক্সে গিয়ে দখলে নেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। ওয়ান অন ওয়ান পজিশনে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জড়ান জালে। তাতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

৫৮তম মিনিটে একটি গোল হজম করে মায়ামি। বাঁ কর্নার থেকে চামবোস্টের ক্রস বক্স থেকে হেডে জালে জড়ান সেজার রুবালকাবা। এরপর পাঁচ মিনিট পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় মায়ামি। এবার গোল করেন সুয়ারেজ। বক্সে সেগোভিয়ার পাস পেয়ে নিঁখুত শটে জালে জড়ান তিনি।

নির্ধারিত সময়ের ঠিক আগে কলাম্বাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে মায়ামি। এবার মেসির জাদু। প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে আর্জেন্টাইন তারকা খালি জায়গায় বল পাস দেন পিকল্টকে। ওয়ান অন ওয়ান পজিশনে বাকি কাজটা অনায়াসে সেরে নেন হাইতির ফরোয়ার্ড। ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এ জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্টার্ন কনাফারেন্সের তিনে উঠে আসলো মায়ামি। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সুলিভান ব্রাদার্সের ফিলাডেলপিয়া।

বাংলাদেশ সময়: ১২:৩৬:১৮   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ