জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি-৭ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা। সোমবার (২ জুন) বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।

এবারের জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে ১৫-১৭ জুন আলবার্টার কানানাস্কিস রিসোর্টে হতে যাচ্ছে এই বছরের সম্মেলন।

আমন্ত্রণ না জানানোর পাশাপশি নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা বলেছেন যে, ভারত-কানাডা সম্পর্ক পুনর্নির্মাণের জন্য ভিত্তি প্রস্তুত করা হয়নি।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সাথে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন। এরপর দুই দেশের সম্পর্কে অবনতি হয়।

তারপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। যদিও ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দেয় এবং তারপর থেকে উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে।

কানাডার নির্বাচনে কার্নির জয়ের পর দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়ার বিষয়ে আশা জাগিয়ে তুলেছিল, কিন্তু তারপরও এই সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য এখনও সব ধরণের ভিত্তি তৈরি হয়নি বলে সূত্র জানিয়েছে।

যদিও নয়াদিল্লি এবং অটোয়ার মধ্যে ব্যক্তিগতভাবে ইতিবাচক বার্তা আদান-প্রদান হয়েছে, তবুও এটি জি-৭ শীর্ষ সম্মেলনে মোদির সফর পর্যন্ত পৌঁছাতে পারেনি।

২০১৯ সাল থেকে, ভারতের প্রধানমন্ত্রীকে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং ইতালি জি-৭ শীর্ষ সম্মেলনের অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছে, যা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখে।

সাত সদস্যের গ্রুপ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে জি-৭ গঠিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৪:০৪:৫৬   ৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় একদিনে আরো নিহত ৪১
ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু
সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না: আল শারা
ভণ্ড সাধুদের রুখতে উত্তরাখণ্ড সরকারের অভিযান, গ্রেপ্তার ৮২
সিরিয়ার সামরিক সদর দফতরে ইসরাইলের হামলা!
গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত, বিধান পাস করল ইরান
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৫৮ হাজার
একরাতেই ৬০০ ড্রোন-মিসাইল দিয়ে রাশিয়ার হামলা!
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
আজারবাইজানে সিরিয়া ও ইসরাইলের কর্মকর্তাদের বৈঠক!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ