ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।

পাকশিমুল ইউনিয়নের সরাইল-অরুয়াইল সড়কের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ থেকে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার সকালে শিশু চেয়ারম্যানের পক্ষের রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের শতাধিক লোকজন রাস্তায় নেমে পড়েন। সংঘর্ষে লাঠি, রড, দা-ছোরা ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয়রা আতঙ্কে বাড়ি থেকে বের হননি। সংঘর্ষে আহতদের মধ্যে রহিম মিয়া (১৭), মনির মিয়া (৩৫), ইসরাইল মিয়া (৩০), সিরাজুল ভূইয়া, মজলুম ইসলাম (৪৫), নাজমুল হক (৫০), মাহবুব (৩০), সাইফুল (২৩), ইউনূস মিয়া (৫০), তারেক মিয়া (২৭), ইয়ামিন (১৪), জলিল (৩০), বশির মিয়া (৩০), কুতুব আলী (৫৫), বশির (২০), রমজ মিয়া (৫৫), জিহাদ মিয়া (২২), রিপন মিয়া (৩০), সাকিবুলের (২০) নাম জানা গেছে।

আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে উত্তেজনা কমলেও পুলিশের টহল জারি রয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৩   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজে মিলল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ছিল বিপ্লবের দুর্গ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা বৃদ্ধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন বিএনপির সম্মেলন
কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ
মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা
জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান : আমীর খসরু
জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ