জামালপুরে ঘাস খাওয়া নিয়ে বাছুর পিটিয়ে হত্যা: ৮০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ঘাস খাওয়া নিয়ে বাছুর পিটিয়ে হত্যা: ৮০ হাজার টাকা জরিমানা
শনিবার, ১৪ জুন ২০২৫



জামালপুরে ঘাস খাওয়া নিয়ে বাছুর পিটিয়ে হত্যা: ৮০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পশ্চিম মালিপাড়া গ্রামে জমিতে লাগানো গবাদি পশুর ঘাস খাওয়া নিয়ে একটি সাড়ে তিন মাস বয়সী বাছুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সালিশে অভিযুক্তকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(১৪ জুন) দুপুরে পশ্চিম মালিপাড়া গ্রামের মৃত মহেজ উদ্দিন কায়েতের ছেলে খলিলুর রহমান তার জমিতে গবাদি পশুর জন্য ঘাস লাগিয়েছিলেন। আজ দুপুরে একই এলাকার আফজাল হোসেনের ছেলে ছানোয়ার হোসেনের পালিত সাড়ে তিন মাস বয়সী সিন্ধি জাতের একটি বাছুর সেই ঘাস খেতে শুরু করে। এটি দেখে খলিলের স্ত্রী তার ছেলে রাকিবকে গরু তাড়ানোর জন্য পাঠান। কিন্তু রাকিব বাছুরটিকে তাড়াতে গিয়ে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই সেটি মারা যায়।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের শান্ত করে সালিশের আয়োজন করেন। সালিশিয়ান ব্যক্তিবর্গরা ঘটনার পর্যালোচনা শেষে খলিলুর রহমানকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।

অভিযুক্ত রাকিবের বাবা খলিলুর রহমান বলেন, “আমার ছেলে বাছুরটিকে মারেনি। তবে বাছুরটি আমার খেতের মধ্যেই মরে পড়ে ছিল। তাই দোষ স্বীকার করে ৮০ হাজার টাকা জরিমানা দিয়েছি।”

বাছুরটির মালিক ছানোয়ার হোসেন জানান, “সাড়ে তিন মাসের দুধের বাছুরটি ঠিকমতো খাবার খাওয়াই শেখেনি। তাই বেঁধে না রেখে ছেড়ে রেখেছিলাম। রাকিবদের খেতে গিয়ে দু-একটি ঘাস না খেতেই বাছুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। গ্রামবাসী শান্তির লক্ষ্যে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন, কিন্তু এখনো কোনো টাকা হাতে পাইনি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৭   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: এসপি
শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ