৫৪ বছর ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যের পরিবর্তনে কেউ কাজ করেনি : এ টি এম মাসুম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫৪ বছর ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যের পরিবর্তনে কেউ কাজ করেনি : এ টি এম মাসুম
সোমবার, ১৬ জুন ২০২৫



৫৪ বছর ক্ষমতায় থেকেও মানুষের ভাগ্যের পরিবর্তনে কেউ কাজ করেনি : এ টি এম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, স্বাধীনতার পর থেকে ৫৪ বছর যারাই ক্ষমতায় এসেছে, তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কোন কাজ করেনি। যারা ক্ষমতায় এসেছে, তারা লুটপাট, অনিয়ম, রাজনীতিহীনতা, চক্রান্ত, ষড়যন্ত্র ও দেশকে বিদেশেরে হাতে তুলে দেয়ার মতো অপরাজনীতি করেছে।

আজ সোমবার নরসিংদী জেলা জামায়াতে ইসলামি আয়োজিত ’উপজেলা দায়িত্বশীল শিক্ষা শিবিরে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এ টি এম মাসুম বলেন, দেশের জনগণ এমন একটি শাসক গোষ্ঠী চায় যারা জনগণের দু:খ বুঝবে ও তাদের জন্য কাজ করবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তারা ভূমিকা পালন করে দেশকে ঐক্যবদ্ধ রাখবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবধরনের হুমকি থেকে রক্ষা করবে।

তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও অবাধে নিজেদের প্রার্থীকে ভোট দেয়ার মত পরিবেশ নিশ্চিত করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যাতে দেশটা চলতে পারে সেধরনের একটি নির্বাচন আমরা চাই। এ নির্বাচন যদি বাংলাদেশে হতে হয় প্রথমে নির্বাচনী কার্যক্রমে সংস্কার সাধন করতে হবে। আর যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেখান থেকে দেশকে মুক্ত করতে হবে। সংবিধানে, নির্বাচনী আইন ও দেশের বিচার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে যারা প্রশাসনকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং তাদের হাতে আগামী নির্বাচনও সুষ্ঠুভাবে হবে না বলে আমরা বিশ্বাস করি। তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।

নরসিংদীর জামেয়া কাসেমিয়া মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মোসলেহুদ্দিন।

জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি আমজাদ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আমীরুল ইসলাম আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মো. মাহফুজ ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৮   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
অপরাধ কমাতে সাইনবোর্ডে পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা
যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
৩৫ বছর পর প্রাণ ফিরে পেল রাকসু, নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: চরমোনাই পীর
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার : ইসি সচিব
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ