এবারের বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই: সিপিডি

প্রথম পাতা » অর্থনীতি » এবারের বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই: সিপিডি
রবিবার, ২২ জুন ২০২৫



এবারের বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই: সিপিডি

চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বিনিয়োগ হ্রাস পাওয়া নিয়ে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা আছে বলেও মনে করে প্রতিষ্ঠানটি।

রোববার (২২ জুন) বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে এসেছে। যেখানে অর্থনীতিবিদরা বলেন, এলডিসি উত্তরণে দেশীয় শিল্প রক্ষায় কোনো রূপরেখা নেই বাজেটে। আর রাজনীতিবিদের মন্তব্য, বাজেটে প্রতিফলন হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা।

মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ ও প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় হবে না মাথায় নিয়েই নতুন অর্থবছরের জন্য বিদায়ী বছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বৈষম্য দূর করার উদ্যোগ নেয়া হয়েছে বাজেটে।

আগের সরকারের ধারাবাহিকতায় গতানুগতিক বাজেট মন্তব্য করে সিপিডির আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, প্রয়োজনের তুলনায় খাতভিত্তিক অর্থ বরাদ্দ কম। নেই মূল্যস্ফীতি কমানোর নির্দেশনা।

বাজেট কৌশলী হয়নি উল্লেখ করে আলোচকরা বলেন, সুশাসন নিশ্চিত করার দিক নির্দেশনা নেই। বৈষম্য কমাতেও কর ব্যবস্থায় কোনো উদ্যোগ নেয়া হয়নি।

আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। প্রবাসীদের জন্য নেই কোনো সুখবর।

যুক্তরাষ্ট্রকে দেয়া শুল্ক সুবিধা অন্য দেশও দাবি করতে পারে উল্লেখ করে বলা হয়, এ ক্ষেত্রে শুল্ক কমানোর প্রভাব কতটা পড়বে তা ভেবে দেখতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৩   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ছুটির দিনেও রিটার্ন জমা নেবে এনবিআর
সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেশের সব বন্দরে খুব দ্রতই আরটিজিএস চালু করা হবে: গভর্নর
রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে
লুটপাট হলে দায় ওই ব্যাংকের কর্মকর্তাদের নিতে হবে: গভর্নর
রিজার্ভ না বাড়লে চাপে পড়বে বিনিময় হার, উসকে দেবে মূল্যস্ফীতিকে: র‌্যাপিড
নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ
চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা স্মারক স্বাক্ষর
ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করতে পে-প্যাল সাথে যোগাযোগ চলছে: গভর্নর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ