বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে : গভর্নর

প্রথম পাতা » অর্থনীতি » বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে : গভর্নর
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, বাংলাদেশ স্থানীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারীদের জন্যই একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে।

তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা কেবল আমাদের টাকা নিয়ে চলে যাবে এই ধারণাটি একটি ভুল ধারণা।’ আজ রাজধানীর একটি হোটেলে গুগল পে সেবার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।

পরিষেবাটি সিটি ব্যাংকের গ্রাহকরা দেশে বা বিদেশে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধাসম্পন্ন যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই লেনদেন করতে পারবেন।

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুগল পে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে। আলাদা প্লাস্টিক কার্ড বহন করার প্রয়োজন নেই। বিমান ভ্রমণ থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটা পর্যন্ত সবকিছুর জন্য গুগল পে ব্যবহার করা যেতে পারে।

মনসুর তার বক্তৃতায় দেশের অভ্যন্তরে প্রযুক্তি এবং ব্যবস্থাপনার উন্নতির ওপর জোর দেন।

তিনি আরও বলেন, ‘বিদেশি কোম্পানিগুলো যদি ১০ থেকে ২০ বছর চট্টগ্রাম বন্দর পরিচালনা করে এবং পরে তা ফেরত দেয় তাহলে আমরা অর্জিত দক্ষতা থেকে উপকৃত হব এবং অন্যান্য দেশে বন্দর পরিচালনা করতে পারব।

আমাদের বর্তমান প্রযুক্তি দিয়েই আমরা সবকিছু করতে পারি এমন বিশ্বাস করা অবাস্তব।’

বাংলাদেশ ব্যাংকের প্রধান বলেন, গুগল পে আর্থিক অন্তর্ভুক্তির বৃহত্তর লক্ষ্যের একটি অংশ।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার আওতায় আনতে হবে। এজন্য ব্যাংকগুলোকে স্কুলের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

গভর্নর আরও বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নন-পারফর্মিং লোন (এনপিএল) কমাতে নিয়ন্ত্রক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে যাতে অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি না হয়।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অগ্রগতি হচ্ছে এবং মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমানতকারীদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন ।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৫২   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার
হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা
পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ
পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস গভর্নরের
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক
দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
ব্যাংকিং খাতে দক্ষ এমডির চরম সংকট : গভর্নর
পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ