কমনওয়েলথ সনদের মূল্যবোধগুলো আমাদের সংস্কার প্রচেষ্টার গভীরে প্রবাহিত: আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমনওয়েলথ সনদের মূল্যবোধগুলো আমাদের সংস্কার প্রচেষ্টার গভীরে প্রবাহিত: আসিফ নজরুল
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



কমনওয়েলথ সনদের মূল্যবোধগুলো আমাদের সংস্কার প্রচেষ্টার গভীরে প্রবাহিত: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, কমনওয়েলথ সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি একটি নৈতিক দিকনির্দেশক যা আমাদের সীমানা ছাড়িয়ে বেঁধে রাখে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে, এই মূল্যবোধগুলো আমাদের বর্তমান সংস্কার প্রচেষ্টার গভীরে প্রবাহিত। কমনওয়েলথ সনদের সঙ্গে সঙ্গতি রেখে বর্তমান সরকার সাহসী সংস্কারের পথে অগ্রসর হয়েছে।

আজ রাজধানীর একটি হোটেলে কমনওয়েলথ চার্টার কর্মশালা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা নাগরিক কার্যবিধি সংশোধন করেছি বিচারকে দ্রুততর ও অধিক প্রবেশযোগ্য করার জন্য।

আমরা খুব শিগগিরই বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন এগিয়ে নিয়ে যাচ্ছি স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার জন্য। কাজ এখনও শেষ হয়নি, তবে আমরা প্রকৃতপক্ষে প্রক্রিয়াটি শুরু করেছি এবং গত ছয় মাসে ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য অবদান রাখতে পেরেছি। আগামী ছয় মাসে, আমাদের কাছে লিঙ্গভিত্তিক সহিংসতা, ন্যায়বিচার এবং ডিজিটাল নিবন্ধন সংক্রান্ত আইন থাকবে। আমরা উচ্চতর বিচার ব্যবস্থায় বিচারক নিয়োগ সংস্কার করবো এবং জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করবো।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশও সংশোধন করেছি। আপনারা জানেন, এটি ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি বিতর্কিত ও সমালোচিত আইনগুলোর একটি। আমরা একটি অত্যন্ত পরামর্শমূলক প্রক্রিয়ার মাধ্যমে এর একটি সংশোধনী প্রস্তুত করেছি এবং সেটি চূড়ান্ত করার প্রক্রিয়াধীন রয়েছে। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোকেরাও যখন স্বীকার করে যে আইনটি খুব খারাপ আইন নয়, তখন তা আমার জন্য একটি বড় বিস্ময় ছিল। যখন আপনি এমন লোকদের কাছ থেকে শোনেন যে এটি খুব খারাপ আইন নয়, তার মানে এটি একটি ভাল আইন। এবং আপনি যদি আমরা সম্পাদিত সাইবার সুরক্ষা আইনটির অতীত সংস্করণগুলোর সঙ্গে তুলনা করেন, তাহলে জনগণকে অপব্যবহারের শিকার হওয়া থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।

তিনি বলেন, এগুলো কিন্তু বিচ্ছিন্ন পরিবর্তন নয়; এগুলো একসঙ্গে আমাদের আইনের শাসন, সুশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা এবং মানব মর্যাদার প্রতি অঙ্গীকারের প্রতিফলন সেই মূল্যবোধগুলো যা কমনওয়েলথ সনদের মূল চেতনাকে ধারণ করে।

যুবকদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, এই কর্মশালাটি একটি শক্তিশালী সত্যকে পুনর্ব্যক্ত করেছে: কমনওয়েলথ সনদ কেবল তখনই টিকে থাকবে যদি তা তোমাদের (যুবাদের) মধ্যে বেঁচে থাকে। যুবকেরা শুধু আগামী দিনের নেতা নন, তোমরাই আজকের পরিবর্তন সৃষ্টিকারী। এবং বাংলাদেশই সেই সেরা স্থান যা সাম্প্রতিক অতীতে সত্যিই এই বিষয়টি প্রমাণ করেছে। জুলাই-আগস্টের গণজাগরণকে শুধু একটি রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচনা করবেন না, বরং একটি নৈতিক আন্দোলন হিসেবে দেখুন।

এই পরিবর্তন তোমরাই নেতৃত্ব দিয়েছো। তোমাদের ঐক্য, তোমাদের নৈতিক দৃঢ়তা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রতি তোমাদের প্রতিশ্রুতির এক জোরালো প্রমাণ।

তিনি বলেন, কমনওয়েলথ সনদ যুবাদের গণজীবনে সম্পৃক্ত করার যে আহ্বান জানায়, তোমাদের সক্রিয়তা ইতোমধ্যেই সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর ছাপ ফেলেছে। রাস্তা থেকে নীতি নির্ধারণের জায়গা পর্যন্ত, তোমরা দেখিয়েছ যে, তোমাদের ভূমিকা কোনও অংশে উপেক্ষা করার মত নয়। আমাদের দায়িত্ব হল এখন আরও বেশি দরজা উন্মুক্ত করা।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫০   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.)-এর ৭১তম ওরশ শুরু
সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
ঢাকা চেম্বারের ৬৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯
নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক
১২২ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ