সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ
রবিবার, ২৯ জুন ২০২৫



সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ

“গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রোববার (২৯ জুন) সকালে ডিএনডি লেক পাড়, সিদ্ধিরগঞ্জ পুল এবং মিজমিজি এলাকায় প্রায় ৮০০ মিটার দীর্ঘ লেকের দুই পাড়জুড়ে ৩০০টি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় ৩০ জন ভিডিপি সদস্য ও সদস্যার মাঝে বিতরণ করা হয় নিম ও অর্জুন গাছের ৩০টি চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, জনস্বাস্থ্য উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং এলাকাবাসীর মাঝে সবুজের গুরুত্ব তুলে ধরতেও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে সফল ও জনসম্পৃক্ত উদ্যোগে পরিণত করে।

আনসার ও ভিডিপি বাহিনী জানায়, মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্টের গতিশীল নেতৃত্বে ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে করে নারায়ণগঞ্জ একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহরে রূপ নেয়।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩৫   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ