সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তি কেন্দ্রসহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তি কেন্দ্রসহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন
রবিবার, ২৯ জুন ২০২৫



সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তি কেন্দ্রসহ একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (২৯ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা সফরে এসে তিনি এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

সোনারগাঁ উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “উন্নয়নের এ অগ্রযাত্রায় সোনারগাঁ একটি মডেল উপজেলায় রূপ নিচ্ছে। শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অবকাঠামো—সব খাতেই আমরা সমন্বিতভাবে এগিয়ে চলেছি।” তিনি আরও বলেন, “এই প্রযুক্তি সেন্টারটি সোনারগাঁয়ের তরুণ সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলবে।”

পরে তিনি উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করেন।

এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে “গ্রিন অ্যান্ড ক্লিন সোনারগাঁ” কর্মসূচির আওতায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিল এর আওতায় বারদী ইউনিয়নের পঞ্চমীঘাট জিসি-উচিৎপুরা জিসি ভায়া শান্তির বাজার রাস্তা পুনর্বাসন কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত আধুনিক অডিটোরিয়াম “অপরাজিতা”-এরও শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ