গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল
সোমবার, ৩০ জুন ২০২৫



গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের উপ-প্রধান সুসান শালাবি।

তিনি বলেন, নিহতদের মধ্যে বিভিন্ন বিভাগের ফুটবলার এবং কর্মীরা রয়েছেন, যাদের বেশিরভাগই গাজায় নিহত হয়েছেন। এই সময়ে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ২৩ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

শালাবি বলেন, নিহতদের মধ্যে ৪৩৭ জন ফুটবল খেলোয়াড়, যার মধ্যে পশ্চিম তীরের ১৫ জন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং গাজা প্রশাসনের সরবরাহ করা তথ্য ব্যবহার করে এই পরিসংখ্যান করা হয়েছে বলে জানান তিনি।

শালাবি বলেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরাইলি বোমা হামলায় বিধ্বস্ত এলাকাগুলোতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা থাকায় অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালিয়ে ১২০০ এর বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া ২৫০ জন ইসরাইলিকে জিম্মিকে করে গাজায় নিয়ে গোষ্ঠীটি। জবাবে গত ২০ মাস ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরাইলি গণহত্যায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ৫০০ ছাড়িয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলাদেশ সময়: ১৩:০২:৫৮   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ