বুধবার, ২ জুলাই ২০২৫

আওয়ামী লীগ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের জায়গা বিএনপিতে নেই: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের জায়গা বিএনপিতে নেই: সাখাওয়াত
বুধবার, ২ জুলাই ২০২৫



আওয়ামী লীগ, সন্ত্রাসী, ফ্যাসিস্টদের জায়গা বিএনপিতে নেই: সাখাওয়াত

“বিএনপির সদস্য সংগ্রহ সবার জন্য উন্মুক্ত। তবে যারা আওয়ামী লীগ, সন্ত্রাসী, ফ্যাসিস্ট—তাদের বিএনপিতে জায়গা নেই। লাঙ্গল আর নৌকা মার্কার কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে।” বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, “শামীম ওসমান, সেলিম ওসমান, আইভীর প্রেতাত্মারা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে ছবি আছে, এমন কেউ যেন সদস্য হতে না পারে।”

বুধবার (২ জুলাই) বিকেলে শহরের মন্ডলপাড়ায় সদর থানা বিএনপির আওতাধীন ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দলের মধ্যে গ্রুপিং আছে, কিন্তু এতে নিবেদিত কর্মীরা যেন বাদ না পড়ে। দল একা করা যায় না, সবাইকে নিয়েই দল করতে হবে। শুধু সমাজবিরোধী, অপরাধী, যারা অতীতে সরকারি দলের দোসর ছিল, তাদের মূল্যায়ন বিএনপিতে হবে না।”

বিএনপিকে শ্রমিক ও ব্যবসাবান্ধব দলে রূপান্তরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্প ও কর্মজীবী মানুষে ভরপুর জেলা। জনগণ যেন বিএনপিকে বোঝা মনে না করে, বরং সহায়ক শক্তি হিসেবে গ্রহণ করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দলের স্বার্থ বিরোধী কেউ, যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, “জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে নিয়ে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলেই বারবার ইস্যু তৈরি করছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নির্বাচনের অনুপযোগী দেখিয়ে আন্তর্জাতিক মহলের সহানুভূতি পেতে চায়। ভারত থেকেও এ চক্রান্তে সহযোগিতা হচ্ছে। আমাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।”

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকে বর্তমান সময়ে “বড় শক্তি” হিসেবে উল্লেখ করে বলেন, “জুলাই আন্দোলনের সময় নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। আওয়ামী লীগও মিথ্যা প্রচার চালায়। তাই আমাদেরও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে। ৫ আগস্ট যেন মানুষ ভুলে না যায়, সে চেষ্টা করছে তারা।”

তিনি আরও জানান, “সারাদেশে প্রায় ২ কোটি নতুন ভোটার তৈরি হয়েছে। এদেরকে বিএনপির দিকে আকৃষ্ট করাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব রহমান।

প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসেম, সদস্য আনোয়ার হোসেন, জনি, আউয়াল হোসেন, রিপন, এমদাদ, মাসুদ রানা, অপু, জুম্মান, আকরাম, কাদির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৯   ১৭ বার পঠিত