নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) সকাল নয়টায় মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তবে নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশের সুরতহালে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন সময় সংবাদকে জানান, মরদেহ দেখে প্রাথমিকভাবে সড়ক দূর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। ভোরে কোনো গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
বাংলাদেশ সময়: ১৬:৪১:১৭ ৯ বার পঠিত