নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) সকাল নয়টায় মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তবে নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় পুলিশের সুরতহালে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন সময় সংবাদকে জানান, মরদেহ দেখে প্রাথমিকভাবে সড়ক দূর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। ভোরে কোনো গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৭   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: বিএনপি
ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির চেষ্টার অভিযোগ সালাহউদ্দিনের
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ
কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে: ডিসি
ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে: গিয়াসউদ্দিন
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বিজয়ী হতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ