শনিবার, ৫ জুলাই ২০২৫

ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়
শনিবার, ৫ জুলাই ২০২৫



ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে, নিরাপদ থাকতে করণীয়

ক্রোম ব্রাউজারে ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ জিরো ডে ঘরানার ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় গোপনে সাইবার অপরাধীরা কম্পিউটারে কোড যুক্ত করে নজরদারি চালাতে পারে ব্যবহারকারীদের। এজন্য ক্রোম ব্রাউজারের নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।

গুগল জানিয়েছে, গত ২৫ জুন নিরাপত্তাত্রুটিটি শনাক্ত করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। শনাক্তের পর ত্রুটিটি সমাধান করার চেষ্টা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে। সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাঁচটি ব্যবহার করতে হবে।

গুগলের তথ্যমতে, সিভিই-২০২৫-৬৫৫৪ ত্রুটি কাজে লাগিয়ে কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে নতুন কোডযুক্ত করা যায়। এর ফলে দূর থেকে গোপনে কম্পিউটারে থাকা তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব। এজন্য নিরাপত্তা প্যাঁচটি উন্মুক্তের পরপরই ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৩২:০৪   ১৪ বার পঠিত