পরনে সাদা গাউন। একহাতে ফুলের তোড়া, অন্য হাতে সঙ্গীর কাঁধে - এমন পোজে পিয়া বিপাশার বেশ কয়েকটি উষ্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে ভক্তদের অনেকে ধারণা করছেন, এটি তার বিয়ের সাজ। আবার কেউ কেউ বলছেন, এটি অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনার মুহূর্ত।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিয়া প্রথম স্ট্যাটাস দেন রোববার (২৯ জুন)। আপলোড করেন একটি ছবি। ছবিতে বরের সঙ্গে খ্রিস্টানরীতিতে বিয়ের সাজে সেজেছেন এ লাস্যময়ী সুন্দরী।
এ মডেলের ফেসবুক স্ক্রল করে দেখা যায়, এরপর ৩ জুলাই বরের সঙ্গে লং ড্রাইভের একটি ফেসবুক ভিডিও রিলস প্রকাশ করেছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে সে সময় চলছিল ‘সি ইজ ইন লাভ’ গানটি।
ওই দিনই আরও একটি ভিডিও রিলস প্রকাশ করেন পিয়া। যেখানে তাকে বরের সঙ্গে বধূবেশে দেখা যায়। এ মুহূর্তের ব্যাক গ্রাউন্ড সংয়ে ‘এ ডে অফ ফরএভার প্রমিস’ গানটি ব্যবহার করেছেন অভিনেত্রী।
সর্বশেষ শুক্রবার (৬ জুলাই) সকালে পিয়া সে বরের সঙ্গে আরও দুটি নতুন ছবি প্রকাশ করেছেন। যা পছন্দ করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে ছবিগুলো তার বিয়ের কিনা, ছবিতে থাকা বরের বেশে পুরুষটি তার প্রেমিক বা স্বামী কিনা সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি পিয়া।
ব্যক্তিজীবনে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেন পিয়া যে সম্পর্ক টেকেনি। সে সংসারে একটি সন্তান রয়েছে তার। জীবনের সমস্যা পেরিয়ে শোবিজ তারকা জগতে পা রেখে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর ক্যারিয়ারে শীর্ষে থাকার সময়ই পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে।
২০১৯ সালে দ্বিতীয় বিয়ে করেন পিয়া। ইউরোপের এক ছেলেকে বিয়ে করে ফেসবুকে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন। কিন্তু কিছু সময় না পেরোতেই সেসব ছবি ফেসবুক থেকে ডিলেট করে দেন।
ছয় বছর পর আবারও বিয়ের সাজের ছবি শেয়ার করেছেন এ মডেল ও অভিনেত্রী। সেসব ছবিই এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৪২ ১৬ বার পঠিত