সাত খুন ও ত্বকী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস

প্রথম পাতা » আইন আদালত » সাত খুন ও ত্বকী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস
বুধবার, ৯ জুলাই ২০২৫



সাত খুন ও ত্বকী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত নিষ্পত্তি করা হয়েছে, ঠিক সেই গুরুত্ব ও আন্তরিকতা নিয়েই সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “আমরা জাতিকে আশ্বস্ত করছি— ভুক্তভোগীদের পরিবার যেন ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেই বিষয়টি মাথায় রেখে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। খুব শিগগিরই মামলাগুলোতে ভালো ফলাফল পাবেন বলে আমরা আশা করছি।”

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাব আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এতে বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।

আইনজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “যেখানে আবাসন প্রকল্প হচ্ছে, সেখানে আইনজীবীদের জন্য নির্ধারিত প্লট বরাদ্দের দাবি ইতোমধ্যে সরকারের কাছে পৌঁছেছে। এছাড়া সারা দেশে আইনজীবীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে কক্সবাজারে একটি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও চলছে।”

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৯   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


চাঁনখারপুলে ৬ হত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ
১২ দফতরে পাঠালো শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হবেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
দুদকের মামলায় খালাস পেলেন গয়েশ্বর
শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে : চিফ প্রসিকিউটর
বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করতে হবে : নাহিদ ইসলাম
শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম
মাহমুদুর রহমানকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী
১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হোক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ