পেঁয়াজ সংরক্ষণে সরিষাবাড়ীতে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেঁয়াজ সংরক্ষণে সরিষাবাড়ীতে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



পেঁয়াজ সংরক্ষণে সরিষাবাড়ীতে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষকদের সুরক্ষিতভাবে পেঁয়াজ সংরক্ষণে সহায়তার জন্য বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে এই মেশিনগুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ ও উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ সহ সাংবাদিকবৃন্দ এবং কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, যেসব কৃষক বড় আকারের পেঁয়াজ চাষ করেন এবং সংরক্ষণ করেন, তাদের মাঝে এই এয়ার ফ্লো মেশিন বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, “এই এয়ার ফ্লো মেশিন একজন চাষীর ৩০০-৪০০ মণ পেঁয়াজ বিনষ্ট হওয়া থেকে সুরক্ষিত রাখবে।” তিনি আরও জানান, উপজেলায় প্রাথমিকভাবে ৫টি মেশিন বিতরণ করা হয়েছে, যার মধ্যে পোগলদিঘা ইউনিয়নের ৩ জন এবং আওনা ইউনিয়নের ২ জন কৃষককে এই মেশিন দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যে এটি কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে এবং ফসলের অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫৮   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব
প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত বেড়ে ৫
কিউবা আউট, ফাহমিদুল ইন; প্রথমার্ধে সমতা
রাজবাড়ীতে দরবারে সহিংসতার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা
আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের
বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় পার্টির অফিসে হামলায় গণ অধিকার পরিষদ জড়িত নয় : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ