
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ভূমি সংক্রান্ত সরকারি স্বার্থ রক্ষা এবং শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ে অসামান্য সাফল্য রাখায় স্বীকৃতিস্বরূপ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জুয়েল হক আকন্দ উপজেলার “শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা” হিসেবে মনোনীত হয়েছেন।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে তাঁর এই কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (১৬ জুলাই) তাঁকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। সরিষাবাড়ীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল তাঁর কার্যকর ভূমি ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা এবং জনসেবায় নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেন।
এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, “জুয়েল হক আকন্দ যেমন দক্ষতার সঙ্গে ভূমি কর আদায় নিশ্চিত করেছেন, তেমনি সরকারি স্বার্থ রক্ষায়ও ছিলেন অত্যন্ত সচেতন। আমরা তাঁর সার্বিক সফলতা কামনা করি।”
সংশ্লিষ্ট মহল এবং সচেতন নাগরিকরা মনে করছেন, স্থানীয় প্রশাসনের এই স্বীকৃতি ভূমি ব্যবস্থাপনায় দায়িত্বরত অন্যান্য কর্মকর্তাদের কাজের প্রতি আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, জুয়েল হক আকন্দ ১৯৮৯ সালে সহকারী তফসিলদার হিসেবে যোগদান করেন। তিনি সকলের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। এর আগেও তিনি ২০০৬ সালে জামালপুর জেলা প্রশাসন থেকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে ভূমি রাজস্ব পদক অর্জন করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৮ ৬৬ বার পঠিত