কিল্লারপুলে অভিযানে দুই ব্যাক্তি আটক, ১৩ কেজি গাঁজা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিল্লারপুলে অভিযানে দুই ব্যাক্তি আটক, ১৩ কেজি গাঁজা উদ্ধার
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



কিল্লারপুলে অভিযানে দুই ব্যাক্তি আটক, ১৩ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, আটককৃতরা মাদক কারবারি।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেহাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সোলেমান (৪২)। সে বর্তমানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার নগর খানপুর এলাকায় ফারুকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপরজন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর এলাকাল শরিফ সরকারের ছেলে মো. জোবায়ের সরকার (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন হাজিগঞ্জ কিল্লারপুল এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর পুলিশ দেখে পালানোর চেষ্টা করে একটি পিকআপ ভ্যান। এ সময় পুলিশ ধাওয়া করে মো. সোলেমান ও মো. জোবায়ের সরকার নামের দুইজনকে আটক করে।

আটকের পর পিকআপ ভ্যানটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযান চলাকালে গাড়িতে থাকা আরও দুইজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত পিকআপ ও উদ্ধারকৃত মাদক গাঁজা জব্দ তালিকা মূলে নথিভুক্ত করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা নং-১৩, তারিখ ১৭/০৭/২০২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীর ১৯(খ)/৪১ রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৫   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে বিচার বিভাগের সংস্কার: প্রধান বিচারপতি
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সজিবের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান
আ.লীগ একটা সন্ত্রাসী সংগঠন : নাহিদ ইসলাম
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
ফ্যাসিস্টরা সুযোগ পেলে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে : এ্যানি
কিল্লারপুলে অভিযানে দুই ব্যাক্তি আটক, ১৩ কেজি গাঁজা উদ্ধার
নারায়ণগঞ্জ ছিল খুন, গুম ও লুটপাটের শহর: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ