গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ১৯ জুলাই ২০২৫



গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহতদের মরদেহের ময়নাতদন্ত না হওয়া নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজন হলে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

আজ (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবন বাজি রেখে লাইভ করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। লাইভের মাধ্যমে সাধারণ মানুষ সব দেখতে পেরেছে। গোপালগঞ্জের ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি নির্ধারণ করবে এর দায়টা আসলে কার। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটি সমস্ত বিষয় সবার সামনে তুলে ধরবে।

থার্ড টার্মিনাল পরিদর্শন করে উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনাল ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল লাগবে, এসব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমরা পরিদর্শনে এসেছিলাম। এছাড়া যারা বিদেশ থেকে আসে-যায় তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনের ঝামেলা হয় কি না, এসব দেখার জন্য আমি আজ বিমানবন্দর পরিদর্শনে এসেছিলাম।

তিনি বলেন, থার্ড টার্মিনাল এলাকাটা খুবই সুন্দর হয়েছে, বিদেশ থেকে আসা এবং যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো আগে, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়। এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক সুন্দর।

কবে নাগাদ এটা চালু হতে পারে এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমাদের আন্ডারে নয়, সংশ্লিষ্টরা যখন সিদ্ধান্ত নেবেন তখনই এটি উদ্বোধন হবে। আমাকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে থার্ড টার্মিনালের ৯৯. ১৮ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫২   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে মাসুদুজ্জামানের পক্ষে বিএনপির বিক্ষোভ
আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিডিয়াগুলো গুজব প্রচার করে: মাহবুব মোর্শেদ
স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
বর্তমান শিক্ষাব্যবস্থা রাজনীতিকরণে ক্ষতিগ্রস্ত : আমীর খসরু
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা
শহীদদের জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করব: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ