সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
রবিবার, ২০ জুলাই ২০২৫



সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সেনাবাহিনী এবং বিজিবির বিশেষ যৌথ অভিযানে সুনামগঞ্জের রক্তি নদীর নিয়ামতপুর সেতুর কাছ থেকে একটি স্টিলের নৌকা ভর্তি দেড় কোটি টাকার চোরাচালানের ভারতীয় ফুসকা, সিরামিক কাপ-প্লেট, কাচের গ্লাস, জিলেট ব্লেড ও বাসমতি চাল জব্দ করা হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে বিজিবি। এর আগে, শনিবার বিকেলে সনামগঞ্জ সদর উপজেলার রক্তি নদীর নিয়ামতপুর সেতু এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, নদী পথে ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে গোপন সংবাদে এমন খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় রক্তি নদীর সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর সেতু এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি ইঞ্জিন নৌকায় ধানের চিটার বস্তার ভেতরে করে পাচারের সময় ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ৪২৫ পিস সিরামিক কাপ-পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, ২ লাখ ১০ হাজার জিলেট ব্লেড ও ৬০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়।

অভিযানে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের লে. তালহা জোবায়ের ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন। ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৭   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা
নীলফামারীতে তাপমাত্রা ১৩ ডিগ্রি, বাড়ছে শীতের দাপট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
সূর্যের দেখা নেই ২ দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক
আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ