সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে শক্তিশালী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। হিমালয় কন্যাদের বিপক্ষে ড্র করলেই শিরোপা উঠবে লাল সবুজের হাতে। আর চ্যাম্পিয়ন হতে চাইলে জিততেই হবে নেপালকে। বসুন্ধরা কিংস অ্যারেনায় রোমাঞ্চকর এই ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাতটায়।
শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। টানা পাঁচ জয়ে রীতিমতো উড়ছে লাল সবুজ বাহিনী। এবার শুধু একটা ম্যাচের অপেক্ষা। তারপরই শিরোপা উল্লাসে আবারও মেতে উঠবে বাংলাদেশ দল।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ বাংলাদেশ বনাম নেপাল। মূল সাফ কিংবা বয়সভিত্তিক সাফ, যেকোনো টুর্নামেন্টে এই দ্বৈরথ উত্তাপ ছড়ায় মাঠে। এবার আরও একটা শিরোপার লড়াইয়ে এই দু’দলের মুখোমুখি অবস্থান। জয় কিংবা ড্র করলেই সুযোগ থাকছে শিরোপা উঁচিয়ে ধরার। আর এই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে নেপাল। আর ট্রফি জিতে নেবে হিমালয় কন্যারা।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত নেপালের বিপক্ষে একটি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সে ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পায় লাল সবুজ। আসরের সবকটি ম্যাচে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়লেও নেপালের বিপক্ষে সে ম্যাচ জিততে খানিকটা বেগ পোহাতে হয় লাল সবুজদের। হাড্ডাহাড্ডি লড়াই করে হিমালয় কন্যারা। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-২ গোলের ড্র থাকে ম্যাচের স্কোরলাইন। অতিরিক্ত সময়ে তৃষ্ণা রানীর গোলে জয় নিশ্চিত করে বাটলারের দল। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। কেননা, আসরে মাত্র একটা ম্যাচ হেরেছে নেপাল। যেখানে ত্রিশটি গোল করার বিপরীতে মাত্র চার গোল হজম করেছে হিমালয়ের দেশ।
সাফের ব্যস্ত সূচির কারণে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। তবে, হোটেলে রিকভারি সেশনে জিম, সুইমিং আর স্ট্রেচিং করে প্রস্তুতি সেরে নিয়েছে বাটলার বাহিনী। সঙ্গে ভিডিও অ্যানালাইসিস ও টিম মিটিংয়ের মাধ্যমে নিজেদের পরিকল্পনাও সেরে নিয়েছে বাংলাদেশ।
তবে, নেপালকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বাটলারের দল। গুরুতর কোনো ইনজুরি না থাকায় স্বস্তিতেই আছে বাটলার বাহিনী। অভিজ্ঞ আফঈদা, স্বপ্নাদের সঙ্গে আছেন তরুণ তৃষ্ণা, মুনকি, পুজা, শান্তি মার্ডিরা। এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন আসর জুড়ে দারুণ পারফর্ম করা সাগরিকা। নেপাল কঠিন প্রতিপক্ষ হলেও, জয়ের ধারা অব্যাহত রেখেই শিরোপা উল্লাসে মাততে চায় বাংলাদেশ দল।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৩ ৯ বার পঠিত