ঝিনাইদহে আরও ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে আরও ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
বুধবার, ২৩ জুলাই ২০২৫



ঝিনাইদহে আরও ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আরও ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় মাটিলা বিওপি ও রণঘাট বিএসএফ ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা ৬ বাংলাদেশি ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তারা ভারত থেকে বাংলাদেশে অবৈধপথে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট কাম্পের সদস্যদের হাতে আটক হন দুই বাংলাদেশি। পরে বিএসএফ আটক দুজনের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটেলিয়নের মাটিলা বিওপিকে অবহিত করে।

পরে সকাল সাড়ে ১০টায় মাটিলা বিওপি ও রণঘাট বিএসএফ ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

একই দিন সকাল ১০টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা নারী, শিশুসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকের বিষয়টি বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপি কমান্ডারকে অবগত করা হয়। পরে বিকেল ৪টায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পৃথক ঘটনায় বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশি নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘ছয় বাংলাদেশি নাগরিকের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৬   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
খুলনায় চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার
জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ভারত যাওয়ার পথে শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক
খুলনায় বিভাগজুড়ে ভোক্তার অভিযানে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ