
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।
আজ শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড স্টেশন দোবেকী চুনকুড়ি নদীতে নিয়মিত টহল পরিচালনাকালে কচ্ছপটি উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্টগার্ড সদস্যরা তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার কওে স্টেশন দোবেকীতে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে কচ্ছপটি দোবেকী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৬ ১৮ বার পঠিত