শনিবার, ২৬ জুলাই ২০২৫

সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা, সুফল পাচ্ছেন কার্ডধারীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা, সুফল পাচ্ছেন কার্ডধারীরা
শনিবার, ২৬ জুলাই ২০২৫



সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা, সুফল পাচ্ছেন কার্ডধারীরা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)-এর জুলাই/২০২৫ মাসের বরাদ্দকৃত পণ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটসহ বিভিন্ন এলাকায় এসব পণ্য বিতরণ করা হয়।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ১০ হাজার ৮৯৩ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী এই সুবিধার আওতায় এসেছেন। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়েছে। উপজেলার ৩২ জন সরকারি নিয়োগপ্রাপ্ত ডিলার এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেন। তাঁদের সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত টিসিবি ডিলাররা বিগত পাঁচ বছর ধরে স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে এই গুরুদায়িত্ব পালন করে আসছেন।

এস এম ট্রেডার্সের মালিক ও টিসিবির ডিলার মঞ্জুরুল হাসান মিন্টু জানান, টিসিবির পণ্য বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হয়। তিনি বলেন, যদি কোনো গ্রাহক পণ্য নিতে না আসেন, তবে সেই গ্রাহকের পণ্য স্মার্ট কার্ড ছাড়া বাইরে বিক্রি করা সম্ভব নয়। একই সাথে, পরবর্তী মাসে ওই গ্রাহকের জন্য আর অর্ডার করা যায় না। অর্থাৎ, টিসিবির পণ্য টিসিবি নিবন্ধিত গ্রাহক ছাড়া অন্য কারও কাছে বিক্রি করা অসম্ভব।

বাংলাদেশ সময়: ২১:১২:০৩   ৯৩ বার পঠিত