বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব: ডিসি
শনিবার, ২৬ জুলাই ২০২৫



বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব: ডিসি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন জাতি ভুলে না যায়, সেই আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, “আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরেছিল, এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই। এবং তাদের মধ্যে যে দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি।”

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তে নিহতসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের বক্তব্য শুনে আমাদের হৃদয় ব্যথিত হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই সেই রক্তের প্রতিদান দেওয়া সম্ভব হবে।” তিনি উল্লেখ করেন, “আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।”

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে সারাদেশের সঙ্গে ভার্চুয়াল সংযুক্ত হয়ে শপথ পাঠ করান সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শার্মীন এস মুরশিদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবেদ আলম, এনসিপির জেলা সদস্য সোনিয়া আক্তার লুবনা, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কর্নিয়া, ছাত্রফেডারেশনের জেলা অর্থ সম্পাদক শাহীন মৃধা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২১:২৪   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে- সমাজকল্যাণ উপদেষ্টা
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান ডিসির
আইএফটি প্রতিষ্ঠায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে এমওইউ স্বাক্ষর
সোনারগাঁয়ে ১১৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা
দুর্গাপূজা ঘিরে ‘মেলা’ না করার অনুরোধ এসপির
নারায়ণগঞ্জে দুর্গাপূজা: গতবারের চেয়ে বাড়ছে পূজামণ্ডপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ