দেশে এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



দেশে এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচিত সরকার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। প্রতিদিনই রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে দেশ। তাই একটি নির্বাচিত সরকারের দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। জনগণের চাওয়া-পাওয়া নিয়ে কথা বলবে।

বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা ‘পালানোর পর মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে’ উল্লেখ করে বিএনপি নেতা বলেন, মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী; প্রত্যাশা অনেক বেশি। যারা এ আকাঙ্ক্ষা-প্রত্যাশা ধারণ করতে পারবেন না, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা রাজনৈতিক দল হোক; আগামীর বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই।

তিনি বলেন, রাজনীতিবিদদের দলের থেকে মানুষের জন্য কাজ করতে হবে। কারণ তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। কথার বাংলাদেশ নয়; বাস্তবায়নের বাংলাদেশ।

রংপুরে কাজের সুযোগ নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, রংপুরের মানুষকে রংপুরে রাখতে হলে হস্তশিল্প, তাঁতশিল্পের বিকাশ ঘটাতে হবে। আইটি রিলেটেড ব্যবসা করতে বিশ্বের অনেক কোম্পানির সঙ্গে যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, রংপুরে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হবে। বাড়িতে বসে কাজ করতে পারবে ছেলেমেয়েরা। তিনি বলেন, বিএনপি ব্যবসাবান্ধব দল। শেয়ারবাজার, ব্যাংক লুটপাট আর হবে না। বিদেশিরা বিনিয়োগ বন্ধ রেখেছে এ অপেক্ষায়। সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। আরও বক্তব্য দেন লালমনিরহাট চেম্বারের প্রেসিডেন্ট শেখ আব্দুল হামিদ বাবু, কুড়িগ্রামের হোসাইন কায়কোবাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহনাজ পারভীন শাহীন, বিশিষ্ট শিল্পপতি এমদাদ হোসেন ভরসা, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব আইনজীবী মাহফুজ উন নবী ডন, রংপুর চেম্বারের সহসভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, এনামুল হক সোহেল প্রমুখ। সভায় রংপুর বিভাগের আট জেলার ১০টি চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৪   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদর থানা মহানগর বিএনপির সদস্য নবায়ন
জুলাই গণঅভ্যুত্থান উদ্‌যাপন উপলক্ষে ডিএসসিসির সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের
ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে: জামায়াত সেক্রেটারি
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে শোক বইতে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড
দক্ষিণপন্থা জুজুর ভয় দেখিয়ে জনগণকে বোকা বানানো যাবে না: নাসীরুদ্দীন
সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ