
বিএনপি’র চেয়ারপার্সন ও ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মূলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। তাঁর এই মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই সাথে বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস।
নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার এর সভাপতিত্ব ও জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ নাজির আহমেদ নজির, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ মুকুল, জেলা জাসাস এর সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল আলম মনি, মহানগর জাসাসের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, সহ-সভাপতি মোঃ এনামুল হক খান, মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, শেখ মাগফুর ইসলাম পাপন, ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, সদর থানা জাসাস এর সভাপতি কবির সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট গালিব, বন্দর থানা জাসাস এর সভাপতি মোঃ আঃ রউফ, সাধারণ সম্পাদক এডভোকেট মমিন, যুগ্ম সম্পাদক ইমরান হোসনে মুন্না, তারাবো পৌর জাসাস এর সভাপতি মোঃ রনি, বন্দর থানা জাসাস(জেলা)এর সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক মোঃ স্বপন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, জাসাস নেতা এম এ সাত্তার ভুট্টো, মোতালিব, ইকবাল হোসেন, নুরুননবী মাইকেল, আসিফ মাহমুদ, ১৪ নং ওয়ার্ড জাসাসের আহবায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব বদিউজ্জামান ইমন সহ জেলা ও মহানগর জাসাস এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:০০:১৬ ১২ বার পঠিত