মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইসকন্ট্যাক্টের ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের যৌথ উদ্যোগে আজ রাজধানীতে বিডার মাল্টিপারপাস হলে ‘বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক (এমসিআই)-এর ভূমিকা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ২০২৪ সালে সাতটি পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

জরিপে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ সক্ষমতা, ব্যবসা-সহায়ক পরিবেশ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে তৈরি এ সূচক দেশের পৌরসভাগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করে। একইসঙ্গে এটি একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন করেছে, যা স্থানীয় সরকার ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।

এতে বিশেষ অতিথি ছিলেন বিডা’র নির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান ও সুইসকন্ট্যাক্ট-এর টিম লিডার মার্কাস এহমান।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক চৌধুরী বলেন, ‘আমরা ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগবান্ধব অবকাঠামো ও সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যা অনেক সময় প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। আমাদেরকে সমন্বিতভাবে এগোতে হবে।’

কর্মশালায় বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, ‘প্রথমদিকে বিডা বিভাগীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিলেও, স্থানীয় পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন চ্যালেঞ্জ ছিল। তবে এলজিডি ও সুইসকন্ট্যাক্টের সহায়তায় স্থানীয় পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি হয়।’

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘বিশ্বব্যাংকের ‘ইচ অব ডুয়িং বিজনেস’ সূচক শুধু দুটি শহরকে নিয়ে কাজ করত। কিন্তু এমসিআই সূচকের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ের বাস্তবচিত্র তুলে ধরতে পারছি, যা বিনিয়োগবান্ধব সংস্কারে সহায়ক হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার উপ-পরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু, কর ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থায়ন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে সংস্কার প্রয়োজন। এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হলে, স্থানীয় সরকারসমূহ জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:৩২:৪৫   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণহত্যা-পরবর্তী ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের আহ্বান
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বিডা
পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা, কারণ আয়ের চেয়ে ব্যয় বেশি
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার
শাহজালালে দোহা থেকে আসা বিমান থেকে ৮ কেজি স্বর্ণের বার উদ্ধার
কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
ঢাকা বিমানবন্দরের আশপাশে অনুমোদনহীন ২৬৩ উঁচু ভবন, ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের
কক্সবাজার ইস্যুতে এনসিপির লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ