দেশের প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : উপদেষ্টা আসিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : উপদেষ্টা আসিফ
শনিবার, ৯ আগস্ট ২০২৫



দেশের প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : উপদেষ্টা আসিফ

বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ‘স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়, ক্রীড়া প্রেমী ও ক্রীড়াবিদরা যেন খেলাধুলা করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা মিলে স্টেডিয়ামের ব্যবহার নিশ্চিত করবেন।’

শনিবার (৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে ১৪টি উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, ‘শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহারে সুনিশ্চিত করতে হবে।
সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারা দেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরো বলেন, ‘এ মিনি স্টোডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করবেন।
এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উঠে আসবে। এ ক্ষেত্রে জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে আমাদের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে হবে। যাতে জাতীয় পর্য়ায়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। খেলাধুলার মধ্যে দিয়ে সমাজে মাদক ও অশুভ সবকিছু দূর হয়ে যাবে।

তিনি অভিভাবকদের আহ্বান জানান, ‘আপনাদের সন্তানদের বেশি বেশি করে খেলাধুলায় অংশ গ্রহণে উৎসাহিত করুন। কারণ খেলাধুলা সুস্বাস্থ্যের পাশাপাশি মাদক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে ।’

আসিফ মাহমুদ বলেন, ‘খেলাধুলার পাশাপাশি আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সারা দেশে উদ্যোক্তা গড়ে তোলার জন্য নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছি। যাতে করে আমাদের দেশের যুব সমাজসহ নারীরা উদ্ভাবনী দিয়ে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩২:১৬   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার - ত্রাণ উপদেষ্টা
মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা অজ্ঞতা - শিক্ষা উপদেষ্টা
নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ
সেফ এক্সিট নয়, নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি: ধর্ম উপদেষ্টা
এলপিজি সিলিন্ডার ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা
আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু
আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ