
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাসিরকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের পরে ঢাকার পল্লবী থানার আফতাবনগরের গাজী মসজিদ এলাকা থেকে ছাত্র-জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করলে সেখান থেকে তাকে ফরিদপুরে পাঠানো হয়।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টার দিকে নাসিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে ঢাকা ও ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান।
গোলাম মো. নাসির ফরিদপুর শহরের ওয়্যারলেসপাড়া এলাকার বাসিন্দা, জেলা শ্রমিক লীগের সভাপতির পাশাপাশি মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। এরপর চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও আন্তঃজেলা মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মো. নাসির গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গা ঢাকা দেন তিনি। এরপর চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় পরিবহন শ্রমিক ফেডারেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে প্রকাশ্যে আসেন শ্রমিক নেতা গোলাম মো. নাসির। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আফতাবনগর গাজী মসজিদ থেকে জুম্মার নামাজ শেষ করে বের হলে স্থানীয় ছাত্র-জনতার রোষানলে পড়ে এ সময় তাকে গণধোলাই দিয়ে স্থানীয় পল্লবী থানায় সোপর্দ করে ছাত্র-জনতা।
জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের দুদিন আগেও ফরিদপুরের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শ্রমিক লীগ নেতা গোলাম মো. নাছির তার লোকজন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় অংশ নেয়।
আন্দোলনে হামলা চালানোর অভিযোগে জেলা দুইটি মামলা হয় তার নামে। এছাড়া বিস্ফোরক বোমা প্রস্তুত ও অবৈধ অস্ত্রের সরবরাহেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ফরিদপুর কোট ইন্সপেক্টর নাজনীন খানম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মুজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে দায়ের করা ১৫/১০ নম্বর মামলার অন্যতম আসামি গোলাম মো. নাসির। জুডিশিয়াল আদালতের বিচারক আসিফ এলাহীর বিশেষ কোর্টে তোলা হলে আদালত নাসিরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, গতকাল শুক্রবার স্থানীয়রা আটক করে গোলাম নাসিরকে পল্লবী থানা পুলিশে সোপার্দ করে।
পরে আজ সকালে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করে ডিএমপির পল্লবী থানা।
ওসি জানান, নাসির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ সময় পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি না করে পরবর্তী তারিখে এ বিষয়ে শুনানি করার কথা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:০৬ ১১ বার পঠিত