“কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা”
শনিবার, ৯ আগস্ট ২০২৫



“কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা”

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করে সরকারি পরিপত্রের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সদস্য ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক আকাক্সক্ষা ও প্রত্যাশা। কিন্তু এই সরকারকে দিয়ে আমলারা একটি বৈষম্যমূলক কাজ করিয়ে নিলো। বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বাদ দিয়ে বৈষম্য নিশ্চিত করেছেন আমলারা। অথচ এই সরকারের জন্মই বৈষম্যবিরোধী আন্দোলন থেকে।”

শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলোর সমস্যা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ সভায় বিভিন্ন বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষক অংশ নেন। বেলা সাড়ে এগারোটায় শুরু হওয়া এই সভায় চলে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা সমস্যার কথা উঠে আসে আলোচনায়।

গিয়াস উদ্দিন বলেন, “কিন্ডারগার্টেনগুলোর শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে বলেই অভিভাবকরা তাদের সেখানে পড়তে দিচ্ছেন। কেননা অভিভাবকরা চান ভালো ফলাফল। কিন্তু আমলারা প্রাথমিক বিদ্যালয়গুলোর সঙ্গে কিন্ডারগার্টেনের প্রতিযোগিতা চান না, কেননা তাতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের শিক্ষার নিম্ন-মান ধরা পড়ে যাবে। তাই এই প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বাদ দিতে চায় আমাদের। কিন্তু প্রতিযোগিতা না থাকলে কখনোই শিক্ষার মান উন্নয়ন সম্ভব না।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন নিজেও বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক।

এ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, এ সংগঠনের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন খান, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, প্রতিষ্ঠানটির পরিচালক ও সাংবাদিক আনিসুর রহমান প্রমুখ।

নারায়ণগঞ্জ বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউছার মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য নিযাম মো. আব্দুল্লাহ মুজিব।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০৭   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একেএম শামসুজ্জোহা জাহাঙ্গীরনগরের জিএস রোকনকে খুন করেন
সরিষাবাড়ী ইউএনওর ‘উন্মুক্ত ওয়ার্ড সভা সমস্যা সমাধানে আশ্বাস
এনসিপির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারে শিগগিরই কাজ শুরু হবে: ফয়েজ আহমদ
মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক
বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি : রিজভী
‘কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে’
রাকসু নির্বাচন: প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের, জমে উঠেছে প্রচারণা
চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গণতন্ত্রের চর্চা না হলে উচ্চকক্ষ-নিম্নকক্ষ করে লাভ হবে না: বদিউল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ