অ্যাপোলো ১৩-এর নায়ক জিম লাভেল আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » অ্যাপোলো ১৩-এর নায়ক জিম লাভেল আর নেই
রবিবার, ১০ আগস্ট ২০২৫



অ্যাপোলো ১৩-এর নায়ক জিম লাভেল আর নেই

মহাকাশ অভিযানের কিংবদন্তি নভোচারী ও অ্যাপোলো ১৩ মিশনের কমান্ডার জিম লাভেল ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয়েসের লেক ফরেস্টে নিজ বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (৯ আগস্ট) নাসা এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং গভীর শোক জানিয়েছে।

১৯৭০ সালে নাসার তৃতীয় মানববাহী চন্দ্র মিশন অ্যাপোলো ১৩-এ নেতৃত্ব দেন জিম লাভেল। চাঁদের পথে যাত্রাকালে পৃথিবী থেকে প্রায় দুই লাখ মাইল দূরে মহাকাশযানের একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়, যা পুরো মিশনকে বিপর্যয়ের মুখে ফেলে। সেই সংকটময় মুহূর্তে লাভেলের শান্ত স্বরে বলা “আমাদের একটি সমস্যা হয়েছে” বাক্যটি মহাকাশ ইতিহাসে অমর হয়ে আছে।

যদিও অ্যাপোলো ১৩ চাঁদে অবতরণ করতে পারেনি, তবুও লাভেলের অসাধারণ নেতৃত্ব ও দলের সমন্বিত প্রচেষ্টায় তিন নভোচারীই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। ঘটনাটি পরবর্তীতে ‘সফল ব্যর্থতা’ নামে পরিচিতি পায়, যা মানুষের অদম্য মনোবল ও দলগত প্রচেষ্টার অনন্য উদাহরণ হয়ে আছে।

এই দুঃসাহসিক অভিযানের ওপর ভিত্তি করে ১৯৯৫ সালে টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত চলচ্চিত্র অ্যাপোলো ১৩ নির্মিত হয়, যেখানে লাভেল নিজেও একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।

জীবনে মোট চারটি মহাকাশ মিশনে অংশ নিয়েছিলেন জিম লাভেল, মহাকাশে কাটিয়েছেন প্রায় ৭১৫ ঘণ্টা। তিনি চাঁদের কক্ষপথে ভ্রমণকারী প্রথম নভোচারীদের একজন হলেও কখনো চাঁদের মাটিতে পা রাখতে পারেননি। তবুও মহাকাশ অভিযানের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:১৭   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অ্যাপোলো ১৩-এর নায়ক জিম লাভেল আর নেই
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প
পাকিস্তানের একটি বিমানও ধ্বংস করতে পারেনি ভারত: খাজা আসিফ
নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার
তেঁতুলিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ পড়ে ছিল বাড়ির পাশে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
“কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা বাতিল করে বৈষম্য করেছে আমলারা”

News 2 Narayanganj News Archive

আর্কাইভ