
গত মৌসুমে ইলকায় গুন্দোয়ান প্রত্যাশা পূরণ করতে না পারায় এবারের দলবদলে এসি মিলানের তিজ্জানি রেইন্ডার্সকে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। সিরি আ’র গত মৌসুমের সেরা মিডফিল্ডার ঝলক দেখাতে শুরু করেছেন। গতকাল (শনিবার) প্রাক-মৌসুমের একমাত্র প্রীতি ম্যাচে রেইন্ডার্সের দুর্দান্ত পারফরম্যান্সে পালের্মোকে হারিয়েছে ম্যানসিটি। আলো ছড়িয়েছেন প্রিমিয়ার লিগের আরেক নবাগতও। আর্সেনালের জার্সিতে অভিষেক ম্যাচে গোল না পেলেও দ্বিতীয় ম্যাচেই দারুণ এক গোল করেছেন ভিক্তর ইয়োকেরেশ। অ্যাথলেটিক বিলবাওকে সহজেই হারিয়েছে আর্সেনাল।
শনিবার (৯ আগস্ট) রেঞ্জো বারবেরায় স্বাগতিক পালের্মোকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন তিজ্জানি রেইন্ডার্স, বাকি গোলটি করেন আর্লিং হলান্ড।
এদিকে, ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আর্সেনালও। ভিক্তর ইয়োকোরেশ, বুকায়ো সাকা ও কাই হাভার্টজের গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে তারা।
সিরি বি’র দল পালের্মোর মাঠে আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। ৭০ শতাংশ বল পজেশন রেখে ১৩টি শট নিয়েছে সিটিজেনরা, যার ৬টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, পালের্মোর ৯টি শটের ৩টি লক্ষ্যে ছিল।
২৫ মিনিটে হলান্ড গোল করে ডেডলক ভাঙেন। রিকো লুইসের বল ডি-বক্সের বাইরে পান এই ম্যাচে সিটির অধিনায়কের ভূমিকায় থাকা হলান্ড। প্রথম স্পর্শ খুব একটা ভালো না হলেও বল হারাননি, এরপর প্লেসিং শটে বাঁ প্রান্ত দিয়ে বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধে প্রায় পুরো একাদশ বদলে ফেলেন সিটির কোচ গার্দিওলা। খেলার গতিও বদলে যায়। এই অর্ধেই বেশি আক্রমণাত্মক খেলে সিটি। নিকো ও’রেইলির বদলি হিসেবে নেমে দারুণ খেলেন রেইন্ডার্স। ৫৯ মিনিটে আরেক বদলি খেলোয়াড় স্যাভিওর পাস থেকে গোল করেন এই ডাচ মিডফিল্ডার। ৮২ মিনিটে পান দ্বিতীয় গোলের দেখা। এই গোলটি করেন মুকাসার পাস থেকে। পালের্মোও গোলের সুযোগ পেলেও ফিনিশিং ব্যর্থতার কারণে গোলের দেখা পায়নি।
এদিকে, এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে পাত্তাই পায়নি অ্যাথলেটিক বিলবাও। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ১০টি শট নেয় গানাররা, যার ৬টি লক্ষ্যে ছিল। অন্যদিকে বিলবাও মাত্র দুটি শট নিতে পারে, দুটিই অবশ্য লক্ষ্যে ছিল।
৩৪ মিনিটে আর্সেনাল এগিয়ে যায়। স্পোর্তিং সিপি থেকে সদ্য যোগ দেয়া ইয়োকেরেশ গোল করে গানারদের এগিয়ে দেন। আর্সেনালের কর্নার ক্লিয়ার করলে ডান প্রান্তে বল পান বুকায়ো সাকা। তিনি মাইনাস করেন জুবিমেন্দিকে। এই স্প্যানিশের দুর্দান্ত ক্রস জোরাল হেডে জালে পাঠান ইয়োকোরেশ।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সাকা। মাঝমাঠ থেকে হেডে প্রতিআক্রমণের সুচনা করেন গ্যাব্রিয়েল। ইয়োকেরেশ প্রথম স্পর্শেই বল দেন ওদেগার্দকে। ওদেগার্দ আবার বল দ্রুত সামনে বাড়ালে তা যায় মার্তিনেল্লির পায়ে। মার্তিনেল্লি দ্রুত ওপরে উঠে ডি-বক্সে জায়গা করে নেয়া সাকাকে দেন। প্লেসিং শটে দূরের কর্নার দিয়ে বল জালে পাঠান এই উইঙ্গার।
৮২ মিনিটে আর্সেনালের তৃতীয় গোলটিও এসেছে প্রতিআক্রমণ থেকে। মাঝমাঠ থেকে সাকা বল বাড়ান হাভার্টজকে। দ্রুতগতিতে ওপরে উঠে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল জালে পাঠান এই জার্মান।
এর মধ্য দিয়েই প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল ম্যানসিটি ও আর্সেনাল। আগামী শনিবার (১৬ আগস্ট) উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ম্যানসিটি। পরদিন (রোববার) আর্সেনালের পরীক্ষা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১১:৪০:১৪ ৫ বার পঠিত