সোমবার, ১১ আগস্ট ২০২৫

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
সোমবার, ১১ আগস্ট ২০২৫



সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জেলায় আজ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ নূর আহমেদের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের মাসুম হেলাল, দৈনিক কালবেলার এ কে কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের প্রমুখ।

এ সময় দৈনিক ইনকিলাবের হাসান চৌধুরী, দৈনিক যায়যায়দিনের ঝুনু চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাকির হোসেন, সাংবাদিক রেজাউল করিম, অরুণ চক্রবর্তী, শামসুল কাদির মিছবাহ, নজরুল ইসলাম, মনোয়ার চৌধুরী, কর্ণ বাবু দাস, শাহ ফরহাদ, তানভীর আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৭   ১১ বার পঠিত