বুধবার, ১৩ আগস্ট ২০২৫

জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলা অডিটরিয়ামে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ী’ এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

ব্যাপ্টিস্ট এইড-বিবিসিএফ-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে মোট ২২৭ জন শিশুর হাতে এই উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, যিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ। উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জীত বিশ্বাস।

অনুষ্ঠানে প্রতিটি শিশুকে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, স্লেট, চক, অঙ্কন খাতা এবং পোশাক দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৫০ গ্রাম মেরিন সাবান, ৫০০ গ্রাম সুপার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, ৪০ গ্রাম পেস্ট, ৩৫ গ্রাম মেরিন সাবান এবং ১২টি মিনি শ্যাম্পু প্রদান করা হয়।

বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য একটি শিশুর সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। এ ধরনের উদ্যোগ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপকরণ পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে জানায় যে এই সামগ্রীগুলো তাদের পড়াশোনা ও দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪০   ২৯ বার পঠিত