বুধবার, ১৩ আগস্ট ২০২৫

গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চানাচুর গলায় আটকে ১২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কোনাবাড়ি এলাকায়। নিহত শিশুটির নাম সুমাইয়া আক্তার। সে ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে চানাচুর খেতে দিলে হঠাৎ তা তার গলায় আটকে যায়। এতে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।
দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাইদুর রহমান শাওন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৩   ২৮ বার পঠিত