বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা

জামালপুর প্রতিনিধি : জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার পদ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাকিলের পদ স্থগিত করা হয়েছে এবং তার সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এর এক মাসের মধ্যেই সাধারণ সম্পাদক শাকিল ও তার সহযোগীদের গাঁজা সেবনের ছবি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে শাকিলকে প্রকাশ্যে কয়েকজনের সঙ্গে বোতলে পাইপ লাগিয়ে গাঁজা সেবন করতে দেখা যায়। এই ঘটনার পর থেকেই নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, জামালপুর জেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ছাত্রদলে মাদকাসক্তদের কোনো স্থান নেই।

অভিযুক্ত ছাত্রদল নেতা শাকিল অবশ্যই দাবি করেছেন, এটি তার বিরুদ্ধে একটি চক্রান্ত।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, থানায় কোনো লিখিত অভিযোগ না পেলেও তারা বিষয়টি সম্পর্কে অবগত।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৮   ১১২ বার পঠিত