শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ, উৎপাদনে ফেরার আশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ, উৎপাদনে ফেরার আশ্বাস
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ, উৎপাদনে ফেরার আশ্বাস

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ফজলুর রহমান সম্প্রতি আশ্বাস দিয়েছেন যে বন্ধ থাকা যমুনা সার কারখানায় দ্রুতই গ্যাস সংযোগ দেওয়া হবে।

শুক্রবার (১৫ আগস্ট) তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল) পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন।

কারখানার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভায় বিসিআইসি চেয়ারম্যান এই আশ্বাস দেন। এ সময় তিনি জানান, গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে কারখানার উৎপাদন আবার সচল হবে, যা দেশের কৃষি ও সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে, গ্যাস সংযোগের দাবিতে স্থানীয় এলাকাবাসী কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিসিআইসি চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে তারা কর্মসূচি স্থগিত করেন।

সভায় জেএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আফাজ উদ্দিন, বিসিআইসি’র মহাব্যবস্থাপক গাজী সাহিনুল ইসলাম, জেএফসিএল-এর উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। বিসিআইসি চেয়ারম্যান সবার আন্তরিক সহযোগিতা কামনা করে কারখানাটি শান্তিপূর্ণভাবে পরিচালনার ওপর জোর দেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৭   ৬১ বার পঠিত