নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

প্রথম পাতা » খুলনা » নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।
আশা করছি সবার সহযোগিতায় এটি সম্ভব হবে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরে পারন্দুয়ালীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্ষাটা থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাটা শেষ হলেই দেখবেন পাড়ায়-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসেছে।
প্রার্থীরা ভোটের জন্য দুয়ারে দুয়ারে যাবেন। পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। ভোটের আমেজটা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা নিশ্চিত যে, কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তখন সেই সন্দেহ চলে যাবে।

প্রেসসচিব বলেন, ‘যারা জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ দিয়ে গেছে। তাদের মর্যাদা সমুন্নত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে হবে। জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। তিনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন।
আমি তার কবরে গিয়েছিলাম। একই এলাকার আল আমিন ছোট ব্যবসা করতেন। ঢাকাতে তাকে গুলি করে মারা হয়েছে। আমি একদিনের ছুটি পেয়ে তাদের কবরে গিয়েছিলাম ফুল দিতে। মাগুরা জেলায় মোট ১০ জন শহীদ আছেন। বাকি ৮ জন প্রত্যেকের কবরস্থানে আমি পর্যায়ক্রমে যাব।’

তিনি বলেন, ‘এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকের এই দিনে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। আমরা এখন পলিটিকাল সেটেলমেন্ট করছি। সামনে সুন্দর একটি নির্বাচন হবে। এসব শহীদদের কারণেই আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি।’

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩০   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আজ চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবস
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প
নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না - শিল্প উপদেষ্টা
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য: প্রেস সচিব
শহীদ আসিফ হাসান স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী
ঝিনাইদহে ১৫০০ কৃষকের মাঝে বিনা মূল্যে সার-বীজ বিতরণ
কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ