সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫



সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। এই সংস্কারের কথা বিএনপি-জামায়াত বা অন্য কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না। বরং তারা কিভাবে ক্ষমতা দখল করবে, কিভাবে ক্ষমতায় আসবেন শুধু সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এই ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের ব্যস্ত রেখেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে সাম্প্রতিক জরিপ সম্পর্কে তিনি বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে, এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব-নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

বিএনপি–জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে, আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন। দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন। বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি। আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন, তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

এনসিপির সদস্যসচিব বলেন, এই নির্বাচনটা শুধু ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়। যে গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো চেয়েছিলাম, যতটুকু জুলাই সনদে অর্জন করা সম্ভব হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে, তা কতটুকু বাংলাদেশের গৃহীত হবে বা না হবে সেই পয়েন্ট অব ভিউ থেকে যে গণভোট অনুষ্ঠিত হবে। সেটিও এই নির্বাচনের একটি পার্ট।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পর জাতীয় সরকার গঠন করতে পারলে দুর্নীতির মাস্টারমাইন্ডের পাল্লায় পড়তে হতো না। তিনি বলেন, ভয় দেখানো হয় লন্ডন থেকে। বাস্তবে ভয় পাই না, অনলাইনে ভয় দেখায়। যারা দেশের আসার সাহস পায় না, অনলাইনভিত্তিক রাজনীতি করে তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপি–জামায়াত আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, ৩০০ আসনে গডফাদার দিয়েছে বিএনপি। দুর্নীতি শেষ করার কথা বলা বড় জোকারি। জামায়াতের মুখে মুখে বিপ্লব, অন্তরে আওয়ামী লীগ বলেও সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, জামায়াত বিএনপির অনৈক্য তৈরি হলে ফায়দা লুটবে আওয়ামী লীগ। তিনি সতর্ক করে বলেন, যদি টাকার লোভে পতিত স্বৈরাচারী দলকে ঠাঁই দেন, তাহলে আপনারাও বুড়িগঙ্গার পানির মতো নষ্ট হবেন। প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য কোটি কোটি টাকা ঢেলে জরিপ করানো হচ্ছে বলেও সমালোচনা করেন যুবশক্তির আহ্বায়ক।

গণমাধ্যমে আসা জরিপের সমালোচনা করে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল একশোতে একশো। কিন্তু তা শূন্যতে নেমে আসতে ৩৬ দিন লাগেনি। তেমনি শূন্য দশমিক ছয় শতাংশের জনপ্রিয়তা ৯০ শতাংশে যেতেও ৩৬ দিন লাগবে না।

বাংলাদেশ সময়: ২৩:৪১:১৩   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সারজিস
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস মাসুদুজ্জামানের
সংস্কার নয়, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন
সময় নষ্ট না করে মাঠে নামুন : তারেক রহমান
টাঙ্গাইল শাড়ি পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি
বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান
বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে - তথ্য উপদেষ্টা
‘মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে: অঞ্জন দাস
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ