শনিবার, ১৬ আগস্ট ২০২৫

যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব: গিয়াসউদ্দিন
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব: গিয়াসউদ্দিন

“আমি যদি সুযোগ পাই, ঐতিহাসিক সোনারগাঁকে সুন্দরভাবে গড়ে তুলব।”—এমন প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জামপুর ইউনিয়নের পেরাবো, তালতলা ও মহজমপুরে তিনি এই গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে বিএনপির সমর্থক ও কর্মীদের সম্মান ও মূল্যায়ন বৃদ্ধি করার চেষ্টা করবেন। যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সঠিক মর্যাদা দিতে কাজ করবেন। তিনি আরও বলেন, “বিএনপিতে কোনো ধরনের চাঁদাবাজ বা সন্ত্রাসীদের স্থান নেই। আমরা আপনাদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনারগাঁ গড়ব, ইনশাআল্লাহ।”

জামপুর ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি এনামুল হক দ্বীপুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:২১:১৪   ১৭০ বার পঠিত