রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগ
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রবাহমান খালসমূহ দখল, ভরাট ও ময়লা-আবর্জনায় নষ্ট হয়ে যাওয়ায় এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক টানা বর্ষণে ধীরগতিতে পানি নিষ্কাশন হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

এই পরিস্থিতিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় উপজেলা পরিষদের উদ্যোগে আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) ২টি শ্যালো পাম্প স্থাপন করা হয়েছে। প্রতিটি পাম্প প্রতি মিনিটে প্রায় ৪ হাজার লিটার পানি নিষ্কাশন করতে সক্ষম, যার ফলে প্রায় ৭০০ পরিবার সরাসরি জলাবদ্ধতা থেকে উপকৃত হবে।

এদিন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরেজমিনে গোলাকান্দাইল ইউনিয়নের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার ভোজ্যতেল ও প্রয়োজনীয় মশলা দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ জেলার খাল দখল ও দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করছে। এ কাজে সকলকে একত্রে এগিয়ে আসতে হবে।”

জলাবদ্ধতা মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ও মুড়াপারা ইউনিয়নে ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পরে জেলা প্রশাসক গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত নতুন সেমি পাকা ঘর, গোলাকান্দাইল দক্ষিণ ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল এবং পূর্বগ্রাম বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আধুনিক পাঠাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান খান, সরকারি কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল, সরকারি কমিশনার (ভূমি) রূপগঞ্জ, পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাকান্দাইল ইউনিয়ন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
মাইলস্টোনের ৩ শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন : প্রধান উপদেষ্টা

এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের উদ্যোগ
রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ : ফয়েজ আহমদ তৈয়্যব
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় : নজরুল ইসলাম খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ